Thursday, March 20, 2025
বাড়িরাজ্যজুয়েলারিতে চুরির ঘটনায় ধৃত চোর

জুয়েলারিতে চুরির ঘটনায় ধৃত চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : রাজধানীর শ্যামসুন্দর জুয়েলারি থেকে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কার চুরি করে পুলিশের জালে ধরা পড়ল এক চোর। ধৃত চোরের নাম রজত সাহা। তার বাড়ি বাজধানির মলয়নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ১৩ জুলাই রজত সাহা ক্রেতা সেজে শ্যামসুন্দর জুয়েলারিতে যায়।

এবং অভিনব কায়দায় শ্যামসুন্দর জুয়েলারি থেকে বেশকিছু স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। শ্যামসুন্দর জুয়েলারিতে থাকা সিসি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পরে। পরবর্তী সময় শ্যামসুন্দর জুয়েলারির পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করে। পূর্ব আগরতলা থানার ওসি জানান থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত চোর রজত সাহাকে চিহ্নিত করে। পরবর্তী সময় পুলিশ তার নিজস্ব গোয়েন্দাদের সংবাদের উপর ভিত্তি করে রজত সাহাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় শ্যামসুন্দর জুয়েলারি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। তিনি আরও জানান ধৃত রজত সাহার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য