স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাদল শীলের মরদেহে শেষ শ্রদ্ধা জানালো সিপিআইএম। রবিবার সকালে সাড়ে আটটা নাগাদ মৃতদেহ জিবি হাসপাতাল থেকে নিয়ে আসা হয় মেলার মাঠ সিপিআইএম রাজ্য কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ দলীয় নেতৃত্ব ও শতাধিক কর্মী সমর্থক। তারা সকলে প্রয়াত বাদল শীলের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, এটা শুধু ব্যক্তি মৃত্যু নয়, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু।
কারণ ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন খুন করা হচ্ছে। তা প্রত্যক্ষ করছে ত্রিপুরা রাজ্যের মানুষ। তিনি আরো বলেন, যে দল গত দেড় মাস আগে আশি শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিল, সেই দল এখন পঞ্চায়েত নির্বাচনে মানুষের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। আসন্ন নির্বাচন যে শাসকদলের কাছে একটা প্রহসন, গণতন্ত্রের বলাৎকার – তারই প্রমাণ হয়েছে আজকে। উল্লেখ্য, শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়া পর তিনি বাড়ি গিয়েছিলেন। সন্ধ্যায় দোকানে আসার পর তাকে দোকান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় শাসক বলে দুর্বৃত্তরা। তারপর বাজারের মধ্যে তাকে ফেলে বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করে গুরুতরভাবে আহত করে। তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল চোত্তাখলা হাসপাতালে, সেখান থেকে চিকিৎসক রেফার করেন দক্ষিণ জেলা হাসপাতালে। কিন্তু অবস্থা সংকটজনক হওয়ায় রাতের বেলা দক্ষিণ জেলা হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল ২ টা ৩৫ মিনিটের নাগাদ প্রয়াত হন।