স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে একলা চলো নীতি অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এক সাক্ষাৎকারে জানান ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে প্রদেশ কংগ্রেস। বিভিন্ন স্থানে কংগ্রেস দলের প্রার্থী মনোনয়ন পত্র জমাদিতে গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে।
রাজ্য পুলিশের মহানির্দেশকের গোচরে বিষয়টি নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন নিরব ভুমিকা পালন করে যাচ্ছে। তিনি আরও জানান সর্বভারতীয় স্তরে কংগ্রেস ইন্ডিয়া জোটে থাকলেও রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল স্তরের কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস।