স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : ১২ জুলাই তথা শুক্রবার নাবার্ডের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আগরতলা শহরের একটি বেসরকারি হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, ভারত সরকার নাবার্ডকে গ্রামীন এলাকার বিকাশ ও কৃষির জন্য তৈরি করেছিল। তাই ৪৩ বছর ধরে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ ও কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির জন্য কাজ করে আসছে নাবার্ড।
বর্তমানে নাবার্ড কৃষকদের সহজভাবে ঋণ দিচ্ছে। আজকে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান থেকে আবারো সংকল্পবদ্ধ হচ্ছে যে আগামী দিনেও নাবার্ড গ্রামীণ এলাকার বিকাশের জন্য কাজ করে যাবে। আয়োজিত অনুষ্ঠানের পর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কাছে তুলে দেওয়া হয় দুটি মোবাইল এটিএম গাড়ি। গাড়ি গুলি সর্বত্র ঘুরে মানুষকে পরিষেবা দেবে বলে জানান উদ্যোক্তারা।