স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : আগরতলা প্রেস ক্লাবের নাম দিয়ে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। কারণ একটি দৈনিক খবরের কাগজে প্রকাশিত হয়েছে শান্তিনিকেতন কলেজ রাজ্যে স্থাপন করার আগে নাকি আগরতলা প্রেস ক্লাবের কয়েকজনে একটি গ্রুপ করে মোটা অংক দাবি করেছে। সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির সদস্যরা।
উপস্থিত আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং যুগ্ম সম্পাদক অভিষেক দে জানান, আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে বৃহস্পতিবার ও শুক্রবার একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিক্যাল কলেজকে নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ আগরতলা প্রেসক্লাবের নামে একটি গ্রুপ করে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। একটি সংবাদ পত্রে লেখা হয়েছে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ থেকে অর্থ নেওয়া হয়েছে। জয়ন্ত ভট্টাচার্য জানান আগরতলা প্রেসক্লাবের নামে যে গ্রুপ করা হয়েছে, তার সাথে আগরতলা প্রেস ক্লাবের কোন সম্পর্ক নেই।
আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে অর্থ লেনদেনের যে কথা বলা হয়েছে তা যদি ৪৮ ঘণ্টার মধ্যে কেউ প্রমান করে দিতে পারে, তবে আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির সদস্যরা পদত্যাগ করবে। তাঁরা আরো জানান, আগরতলা প্রেসক্লাব এ ধরনের ঘটনার সাথে কোনদিন জড়িত ছিল না, এবং আগামী দিনও এ ধরনের ঘটনার সাথে জড়িত হবে না। সাংবাদিকদের স্বার্থে এবং কল্যাণ বিগত দিনের মতো আগামী দিনেও কাজ করে যাবে। এবং আরো জানিয়ে দেওয়া হয় যারা এ ধরনের মিথ্যা খবর প্রকাশ করছে তাদের আজকের মধ্যে প্রতিবাদ পত্র পাঠানো হবে। সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানানো হচ্ছে তারা যাতে সঠিক খবর প্রকাশিত করে মানুষের কাছে পৌঁছায়। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে আরেকটি বিষয় ঘোষণা করা হয়েছে, তা হলো আগামী ২০ জুলাই মহকুমার সাংবাদিকদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানান যুগ্ম সম্পাদক অভিষেক দে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির অন্যান্যরাও উপস্থিত ছিলেন।