Thursday, March 28, 2024
বাড়িরাজ্যবিধায়ক পদে ন্যূনতম টানা সাড়ে চার বছর বহাল থাকতে হবে, তবেই মিলবে...

বিধায়ক পদে ন্যূনতম টানা সাড়ে চার বছর বহাল থাকতে হবে, তবেই মিলবে পেনশন, ত্রিপুরা বিধানসভায় পেশ সংশোধনী বিল

আগরতলা, ২১ মার্চ (হি.স.) : ত্রিপুরায় বিধায়ক পদে শপথ নিলেই হবে না, সারা জীবন পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা পেতে হলে ন্যূনতম সাড়ে চার বছর টানা এই পদে বহাল থাকতে হবে। আজ সোমবার বিধানসভায় ত্রিপুরা সরকার এ-সংক্রান্ত সংশোধনী বিল পেশ করেছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় বাম আমলে ন্যূনতম টানা চার বছর বিধায়ক থাকলেই সারা জীবন পেনশন সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার আইন ছিল। সরকার পরিবর্তন হওয়ার পর ওই আইনে সংশোধনী এনেছিল বিজেপি-আইপিএফটি জোট সরকার। এতে স্থির হয়েছিল, বিধায়ক পদে শপথ নিলেই যথেষ্ট। তার পর বিধায়ক পদ না থাকলেও প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশন সহ অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে।কিন্তু ২০২১ সালের ৩ নভেম্বর ওই আইনে সংশোধনী এনে অর্ডিন্যান্স জারি করেছিল ত্রিপুরা সরকার। তাতে, ন্যূনতম সাড়ে চার বছর টানা বিধায়ক পদে বহাল থাকার বিধান জুড়ে দেওয়া হয়েছিল। অর্ডিন্যান্স মোতাবেক, ন্যূনতম সাড়ে চার বছর টানা বিধায়ক পদে বহাল না থাকলে প্রাক্তন হিসেবে পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে না।

আজ আইনমন্ত্রী বিধানসভায় এ-সংক্রান্ত সংশোধনী বিল পেশ করেছেন। এতে নয়া বিধান জুড়ে দেওয়া হয়েছে, বিধায়ক পদে থাকাকালীন মৃত্যু হলে তাঁর পরিবার পারিবারিক পেনশনের সুবিধা পাবেন। এক্ষেত্রে ন্যূনতম সাড়ে বছর টানা বিধায়ক পদে বহাল থাকার নিয়ম কার্যকর হবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য