Friday, February 7, 2025
বাড়িরাজ্যবিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অল্প কথায় বেশি ভাব প্রকাশে সকল সদস্যের প্রশিক্ষণ প্রয়োজন...

বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অল্প কথায় বেশি ভাব প্রকাশে সকল সদস্যের প্রশিক্ষণ প্রয়োজন : অধ্যক্ষ

আগরতলা, ২১ মার্চ (হি.স.) : বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অল্প কথায় বেশি ভাব প্রকাশে সকল সদস্যের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করেছেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। আজ সোমবার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে সমস্ত সদস্যকে কম কথায় বক্তব্য পেশ করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর অনুরোধ কেউ শুনছিলেন না। তাই তিনি কিছুটা বিরক্ত হয়েই প্রশিক্ষণের বিষয়ে সওয়াল করেন।


এদিন অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগেই সকলের কাছে অনুরোধ জানান, সমস্ত বিধায়ক প্রশ্নের জবাব পান, সেই লক্ষ্যে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। কিন্তু কোনও সদস্যই সেই অনুরোধ শুনছিলেন না। শেষে বাধ্য হয়ে অধ্যক্ষ বলেন, বিধানসভায় অল্প কথায় বেশি ভাব প্রকাশের পদ্ধতি শিখতে প্রশিক্ষণের খুবই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বক্তৃতা করে অতিরিক্ত প্রশ্ন করা উচিত বলে মনে হয় না।

তাঁর বক্তব্য, একজন সদস্য অতিরিক্ত সময় নিলে বাকি সদস্যদের প্রশ্ন উত্থাপনের সুযোগ মিলে না। এক্ষেত্রে বক্তৃতা নয়, প্রশ্ন হোক নির্দিষ্ট। মূলত, নিজ নিজ কেন্দ্রের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং প্রশ্নের জবাব চাইতেই বিধানসভা অধিবেশনে বিধায়ক প্রশ্ন জমা দেন। সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী সেই জবাব দেন। প্রয়োজনে ওই প্রশ্ন নিয়ে দীর্ঘ আলোচনাও হয়। তাতে মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। আজ বিধানসভায় ১৪ জন সদস্য প্রশ্ন জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পেরেছেন এবং তাঁদের প্রশ্নের জবাব পেয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য