স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : সাত সকালে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ভস্মীভূত শিলাছড়ি বয়েজ হোস্টেল। ঘটনার বিবরণে জানা যায়, সকাল সাতটা নাগাদ শিলাছড়ি এলাকার মানুষরা আগুনে লেলিহান দেখতে পায়।
তখন করবুক অগ্নি নিবাপক দপ্তরের কর্মীদের খবর দেয়, কিন্তু অগ্নি নিবাপক দপ্তরের কর্মীরা করবুক থেকে শিলাছড়ি ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। এতে গোটা বয়েজ হোস্টেল পুড়ে ছাই হয়ে যায়। বয়েজ হোস্টেলের ছাত্ররা সে সময় কোচিংয়ে ছিল, যার জন্য তাদের কোন ক্ষতি হয়নি। তবে তাদের আসবাবপত্র, বই খাতা ও নথিপত্র কিছু রক্ষা করতে পারেনি বলে জানা যায়। তবে বিদ্যুতের সূত্রপাত নিয়ে এখনো পরিষ্কার হয়নি। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হোস্টেলের। ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায়।