Saturday, March 22, 2025
বাড়িরাজ্যআট লক্ষাধিক টাকার বারমিজ সিগারেট উদ্ধার, আটক ২

আট লক্ষাধিক টাকার বারমিজ সিগারেট উদ্ধার, আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : আট লক্ষাধিক টাকার বারমিজ সিগারেট উদ্ধার দামছড়া নরেন্দ্র নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার ভোরে পানিসাগর থানার পুলিশ এস ০১ বি ১৫৪৭ নাম্বারের গাড়ি থেকে ২০ কার্টুন বারমিজ সিগারেট উদ্ধার করে। প্রতিটি কার্টুনে দশ হাজার করে সিগারেটের প্যাকেট রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

পানিসাগর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃতদের মধ্যে একজন রাহুল নন্দী। বয়স ২২ বছর। বাড়ি দামছড়ার নরেন্দ্রনগর এলাকায়। অপরজন রবীন্দ্র সরকার। বয়স ৩০ বছর। বাড়ি উদয়পুরের আর কে পুর থানাধীন এলাকায়। পানিসাগর থানার পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য