স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : ২০২২-২৩ বাজেট ঐতিহাসিক বাজেট। এই বাজেটে সরকার কর্মসংস্থানের জন্য এক হাজার কোটি টাকা রেখেছে। সামাজিক ভাতা দুই হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে, পাশাপাশি যেসব প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সব প্রতিশ্রুতি সরকার পূরণ করেছে। এমনটাই দাবি তুলে সোমবার বিজেপি সদর (শহর) জেলার উদ্যোগে মিছিলের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানায় কর্মী-সমর্থকরা।
মিছিলটি শুরু হয় প্রদেশ কার্যালয় থেকে। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, মহিলাদের স্ব-শক্তিকরণ, টি এস আর -দের অবসরের বয়স বৃদ্ধি এই বাজেটের মাধ্যমে পরিলক্ষিত হয়েছে। সব মিলিয়ে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার জন্য বাজেট পেশ করা হয়েছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা। গত ১৭ মার্চ বিধানসভায় ২০২২-২৩ সালের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন সরকারের চিন্তা ভাবনার প্রতিফলন এই বাজেটে লক্ষ্য করা গেছে। সত্যিকারের অর্থে জনমুখী বাজেট। এই বাজেটে আপ্লুত রাজ্যবাসী। তার জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ মিছিল বলে জানান মিছিল উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে এদিনের ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।