Sunday, February 16, 2025
বাড়িরাজ্যপ্রতিশ্রুতি খেলাপের বিরুদ্ধে প্রতিবাদ দিবস সংযুক্ত কিষান মোর্চার

প্রতিশ্রুতি খেলাপের বিরুদ্ধে প্রতিবাদ দিবস সংযুক্ত কিষান মোর্চার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি মানে নি। তাই মোদি সরকার কর্তৃক কৃষক আন্দোলনের দাবি পূরণে প্রদত্ত প্রতিশ্রুতি খেলাপের বিরুদ্ধে প্রতিবাদ দিবস সংঘটিত করে সংযুক্ত কিষান মোর্চা। সোমবার প্যারাডাইজ চৌমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান মোর্চার নেতা পবিত্র কর।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত ১৪ মার্চ কৃষক আন্দোলনের উপর পর্যালোচনা হয়। পর্যালোচনায় দেখা যায়, কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহারের যে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা মানেনি সরকার। শুধুমাত্র হরিয়ানার সরকার কৃষকদের বেশ কিছু মামলা তুলে নিয়েছে। পাঞ্জাব সরকারও এ ধরনের মামলা তুলে নিয়েছে। কিন্তু উত্তর প্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশের সরকার সে মামলাগুলি তুলে নি। এবং কৃষকদের সহায়ক মূল্যের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালন করেনি। তাই এদিন বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল ২১ মার্চ খেলাপি দিবস পালন করার।অপরদিকে দেশের সরকারের জনবিরোধী নীতি তীব্র বিরোধিতা করে আগামী ২৮ এবং ২৯ মার্চ ধর্মঘট সফল করার আহ্বান জানান পবিত্র কর। বর্তমান ভারত সরকার কৃষক আন্দোলনের চাপে প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের দাবি পূরণ করা হবে। এরমধ্যে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হলো তিনটি কৃষক আইন বাতিল করা। এছাড়াও দাবি ছিল শহীদ কৃষকদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা, আন্দোলনরত কৃষকদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করা। কিন্তু দীর্ঘ তিন মাস অতিক্রান্ত হয়ে গেল সরকার সেসব দাবিগুলো পূরণ করে নি। তারই প্রতিবাদে আজকের মিছিল এবং প্রতিবাদ সভা বলে জানান সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য