Saturday, February 8, 2025
বাড়িরাজ্যচিকিৎসক দ্বারা লাগাতার গৃহবধূ ধর্ষণ, পুলিশের কাছে গিয়ে বিচার পাচ্ছে না গৃহবধূ

চিকিৎসক দ্বারা লাগাতার গৃহবধূ ধর্ষণ, পুলিশের কাছে গিয়ে বিচার পাচ্ছে না গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : চিকিৎসক দ্বারা ধর্ষণের শিকার গৃহবধূ। দীর্ঘদিন যাবৎ ধর্ষণের শিকার হয়ে আসছিল গৃহবধূ। এখন থানায় বিচার চাইতে গিয়ে বিচার পাচ্ছে না গৃহবধূ। উল্লেখ্য, শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ীর এক গৃহবধূ বেসরকারি একটি সংস্থার মধ্যে কাজ করার সুবাদে বাইখোড়ার হাতুরে হোমিওপ্যাথি চিকিৎসক সমীর দের বাসভবনে ভাড়া থাকতেন। গৃহবধূর অভিযোগ ভারাটিয়ার ঘরে গৃহবধূর একাকৃতীত্বের সুযোগ নিয়ে হাতুড়ে চিকিৎসক সমীর দে তাকে প্রতিনিয়ত জোরপূর্বক ধর্ষন করতো।

 এছাড়াও সমীর দে রাত্রিবেলায় তার বন্ধুদের বাড়ীতে নিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির প্রচেষ্টা চালিয়ে যেতো। এই সকল অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূ প্রতিবাদ করায় হাতুড়ে চিকিৎসক সমীর দে দলবল নিয়ে মারার জন্য ৩ লক্ষ টাকা দেয় বলে অভিযোগ। পরবর্তী সময় গৃহবধূকে প্রকাশ্য বাইখোড়া মাছ বাজারে মারধোর করে বলে অভিযোগ। গৃহবধূ এই বিষয়ে সমীর দের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ ও বাকিদের নামে গৃহবধূর উপর আক্রমনের অভিযোগ এনে বাইখোড়া থানায় মামলা করতে গেলে থানা মামলা রাখেন নি বলে জানান। পাশাপাশি গৃহবধূ আরো কয়েকজনের নামে অভিযোগ জানান, অভিযুক্তরা খোকন পাটারী, নারায়ণ শীল, শ্যামল ভৌমিক, প্রিয়তোষ বিশ্বাস। গৃহবধূ চাইছে এই বিষয়ে প্রসাশন যেন সঠিক পদক্ষেপ গ্রহন করা হয়। না হলে আগামী দিনে সেই গৃহবধূ মতো হয়তো আরো অনেকের এ ধরনের নির্যাতনের শিকার হতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য