Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যমন্ত্রীর হাত ধরে গ্রামীন বাজার শেডের উদ্বোধন

মন্ত্রীর হাত ধরে গ্রামীন বাজার শেডের উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : কৈলাসহরের জলাই গ্রামের কৃষকদের কথা চিন্তা করে এই প্রথম জলাই গ্রামে মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে উদ্ধোধন হয়েছে গ্রামীন প্রাথমিক বাজার শেডের। উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, কৃষি দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিক পরাগ রায় চৌধুরী, জলাই গ্রামের প্রধান সহ আরও অনেকে। মূলত প্রতি বছরে কৈলাসহর মহকুমায় যে পরিমান শাক সব্জির প্রয়োজন হয় তার প্রায় অর্ধেক শাক সব্জি এই জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎপন্ন হয়।

তাই দীর্ঘদিন ধরে জলাই গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের দাবী ছিলো যে, জলাই গ্রামের বাজারে একটি স্থায়ী বাজার শেড নির্মানের। অবশেষে জলাই গ্রামের কৃষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো। মোট ষাট লক্ষ টাকা ব্যয় করে মোট তিনটি ব্লকে আলাদা আলাদা ভাবে তৈরী করা হয়েছে এই বাজার শেডটি। একটি ব্লকে শুধুমাত্র শাক সব্জি এবং আরেকটি ব্লকে মাছ মাংস এবং অপর ব্লকে চাল মজুত করে কৃষকরা বিক্রি করবে। উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর দেশের কৃষকদের কথা চিন্তা করে দেশে প্রথমবারের মতো ফসল বীমা চালু করেছেন। এই ফসল বীমায় কৃষকরা নিজেরা শুধুমাত্র দশ টাকা বিনিয়োগ করবে এবং সেই সাথে সরকার দুইশো দশ টাকা বিনিয়োগ করবে। তাতেই একশো ভাগ সাহায্য পাবে কৃষকরা।

এই জলাই গ্রামে বেশ কিছু পতিত জমি রয়েছে। সেখানে শাক সব্জি চাষ কিংবা কৃষি কাজ করা যায় না। সেই জায়গাটাতে সরকারি ভাবে কিছু করা যায় কিনা তার জন্য প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর সাথে আলোচনা করেছেন বলে জানান মন্ত্রী টিংকু রায়। তাছাড়াও টিংকু রায় বলেন, জলাই গ্রামের পাশের গ্রামের সোনামুখি চা বাগান এলাকায় জেলাশাসকের অফিসের কাজ শুরু হবে খুব শীঘ্রই। এবং একইসাথে সেখানে সমাজ কল্যাণ দপ্তরের ঊনকোটি জেলা অফিসও নির্মিত হবে। প্রচুর সরকারি কর্মচারীরা সেখানে আসবে এবং জলাই গ্রামের বাজারে কেনাবেচা হবে। তাতে জলাই গ্রামেরই লাভ হবে। বিশেষ করে জলাই গ্রামের কৃষকরাই উপকৃত হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য