Thursday, May 29, 2025
বাড়িরাজ্যমুদির দোকানে থাবা বসালো চোরের দল

মুদির দোকানে থাবা বসালো চোরের দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : মেলাঘরের সজল চৌমুহনী এলাকায় বিজেপি নেতা ইউছুব নবীর মুদির দোকানে থাবা বসালো চোরের দল। ঘটনার বিবরনে জানা যায় বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের ন্যায় দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে চলে যান ইউছুব নবী।

 শুক্রবার সকালে তিনি দোকান খুলতে এসে দেখতে পান দোকানের দরজায় থাকা তালা ভাঙ্গা। দোকানে প্রবেশ করে দেখতে পান দোকানের দামি দামি জিনিস গুলো রেকের মধ্যে নেই। সাথে সাথে তিনি মেলাঘর থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দোকান মালিক জানান চোরেরা দোকান থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার সহ ২০ থেকে ২৫ হাজার টাকার সামগ্রী নিয়ে গেছে। ৬ মাস পূর্বেও একবার এই দোকানে চুরির ঘটনা সংগঠিত করেছে। তিনি আরও জানান দোকানটি যে স্থানে রয়েছে সেই জায়গাটি নির্জন। তাই এই দোকানে বারে বারে চুরির ঘটনা সংগঠিত করছে চোরের দল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!