স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : পাঁচ দফা দাবিতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন, ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন, টিআরটিসি কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার পুলিশ সদর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করেন একটি প্রতিনিধি দল।
উপস্থিত প্রতিনিধি দলে নেতৃত্ব অমল চক্রবর্তী জানান, বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের দ্বারা প্রতিদিন ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত গাড়ি চালকদের হয়রানির শিকার হতে হচ্ছে। এবং ঘন্টার পর ঘন্টা নাকা চেকিংয়ের নাম করে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। পাশাপাশি তল্লাশির নামে অবৈধভাবে গাড়ি চালকদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। আরো বলেন, প্রকৃত নেশা কারবারিদের গ্রেফতার না করে গাড়ি চালকদের দিনের পর দিন আটক করে রাখা হচ্ছে বলে জানান তিনি।
পুলিশ এবং সরকার পরিবহন শ্রমিকদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থার গ্রহণ না করে তাহলে তারা আগামী দিন রাস্তায় নামবে। আরো বলেন, রাজ্যের মোটরস্ট্যান্ড গুলি নেশা কারবারিদের আখড়া হয়ে গেছে। বর্তমানে এই মোটর স্ট্যান্ডগুলোতে পরিবহন শ্রমিকরা থাকতে পারে না। থাকে নেশা কারবারি ও মাফিয়ারা। তারা নানা কায়দা করে মোটর শ্রমিকদের উপর থেকে তোল্লা আদায় করছে। এবং যতগুলি ইউনিয়ন কার্যালয় ছিল সবগুলি জোর জবরদস্তি দখল করা হয়েছে বলে অভিযোগ তুলেন। উদাহরণস্বরূপ রাজধানীর মোটর স্ট্যান্ড, নাগেরজলার ইউনিয়ন অফিস জগত দখল করা হয়েছে বলে জানান অমল চক্রবর্তী।