Saturday, March 15, 2025
বাড়িরাজ্যমাটির ঘর ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে গোটা পরিবার

মাটির ঘর ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে গোটা পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : ঘর ভেঙে পড়ায় অল্পতে রক্ষা দেব স্বামী-স্ত্রী সহ তাদের দুই সন্তান। বর্তমানে গোটা পরিবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে মিলে কোন সহযোগিতা। অসহায় গৃহকর্তার নাম সাহেল মিয়া। ঘটনা কৈলাসহর‌ ইছবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখিরবাদা ছয় নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায়, গত কয়েকদিন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ভেঙ্গে যায় দিন মজুর সাহেল মিয়ার বসত ঘর। দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে চারজনের সংসার। 

কিছুদিন পূর্বে অতিরিক্ত শিলাবৃষ্টির ফলে সাহেল মিয়ার ঘরের টিনের ছাউনি নষ্ট হয়ে যায়। দুই কন্যা সন্তান নিয়ে সাহেল মিয়া ও তার স্ত্রী অতি কষ্টে সেই ঘরেই বসবাস করছিলেন। সম্প্রতি অতি ভারী বৃষ্টিপাতের ফলে সাহেল মিয়ার মাটির দেওয়ালের ঘর ভেঙ্গে পড়ে যায়। বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েছেন। মহকুমা শাসকের নজরে নেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনও সাহায্য পায়নি বলে জানান। মাটির ঘর ভেঙে পড়াতে সোহেল মিয়ার মাথা গুজার জায়গা নেই। তিনি আত্মীয় পরিজনের বাড়িতে রাত কাটাচ্ছেন। বর্ষা মৌসুমে সন্তানদের নিয়ে মাথা গোজার জন্য তিনি প্রশাসনের সাহায্যপ্রার্থী হয়েছেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য হল গ্রামীণ পরিবার গুলিকে তাদের “স্বপ্নের বাড়ি” প্রদান করা এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। ২০২৪ সালের মধ্যে সমস্ত গৃহহীন পরিবারকে তাদের মৌলিক সুবিধা সহ একটি পাকা বাড়ি প্রদান করা প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা ছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য