Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যছাত্র-ছাত্রীদের নিয়ে স্বচ্ছ ভারত অভিযান

ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বচ্ছ ভারত অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : বৃহস্পতিবার রাজধানীর বিজয় কুমার স্কুল প্রাঙ্গনে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনের পর বক্তব্য রেখে বলেন, বিদ্যালয় এ ধরনের স্বচ্ছ ভারত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীরা যাতে সুস্থ থাকতে পারে। এর জন্য ছাত্র-ছাত্রীদের ছোটবেলা থেকেই অবগত করা হচ্ছে কিভাবে তারা নিজ বাড়ি এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন করা। তিনি আরো জানান এ ধরনের কর্মসূচি গ্রহণ করার জন্য ভারত সরকার আহ্বান জানিয়েছেন। তাই সরকারের আহব্বানে আগরতলা পুর নিগমের অন্তর্গত প্রত্যেকটি স্কুলে স্বচ্ছ ভারত কর্মসূচি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য