স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েতে মহিলা কংগ্রেস থেকে প্রার্থী নির্বাচন সহ একাধিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার প্রদেশ মহিলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এইদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি দাস ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী দাস ভট্টাচার্য জানান ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এইদিন মহিলা কংগ্রেসের বৈঠকের আয়োজন করা হয়েছে। যে সকল স্থানে মহিলা সংরক্ষিত আসন রয়েছে সেখানে মহিলা প্রার্থী বাছাই করা নিয়েও আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি নারী গঠিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বিষয় নিয়ে এইদিন আলোচনা হয়েছে বলে জানান তিনি।