স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : লোকসভা নির্বাচনের পর এবং পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার আগে সারা রাজ্যে শুরু হয়েছে আরক্ষা দপ্তরের বড়সড় রদবদল। বৃহস্পতিবার রাজ্য সরকারের উপসচিব এস কে দেববর্মার স্বাক্ষর মূলে এক আইপিএস অফিসার এবং চার টি.পি.এস গ্রেট ওয়ান ও গ্রেট টু আধিকারিকের রদবদল হয়েছে।
আইপিএস এল ডার্লং-কে টিএসআরের তৃতীয় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট থেকে এআইজিপি ত্রিপুরাতে রদবদল করা হয়েছে। এইচ. সুনগা ডার্লং -কে এ আই জি পি ত্রিপুরা থেকে টিএসআরের তৃতীয় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট করা হয়েছে। অপরদিকে দুলাল চন্দ্র দত্তকে এস ডি পি ও সদর থেকে বদলি করা হয়েছে বিশালগড়ে। তিনি বিশালগড়ের এস ডি পি ও -র দায়িত্ব পালন করবেন। অপরদিকে গ্রেট টু টি পি এস পান্নালাল সেনকে বিশালগড়ের এসডিপিও থেকে এসবি -র ডেপুটি এসপি করা হয়েছে। গ্রেট টু টিপিএস দুর্বা প্রসাদ রায়কে এসবি -র ডেপুটি এসপি থেকে সদর এস ডি পি ও করা হয়।