স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : আগামী ২৮ ও ২৯ মার্চ দেশব্যাপী ধর্মঘট সফল করতে
ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা রিক্সা শ্রমিক ইউনিয়ন যৌথভাবে একটি মিছিল সংঘটিত হয়। সোমবার মিছিল থেকে স্লোগান তোলা হয় মানুষ বাঁচাও, দেশ বাঁচাও।
আর সেই মিছিল থেকে পরিবহন শ্রমিকদের একাধিক দাবি তুলে ধরেন সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনি জানান, দেশের নরেন্দ্র মোদি সরকার একের পর এক জনবিরোধী এবং শ্রমিক বিরোধী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলেছে। তাই সরকারের এই নীতির বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আজকে পরিবহন শ্রমিকরা শহরের মিছিল সংঘটিত করেছে বলে জানান সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। এদিন মিছিলটি সি আই টি ইউ রাজ্য কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।