Monday, July 28, 2025
বাড়িরাজ্যপরকীয়া ঘিরে এক ব্যক্তিকে প্রাননাশের চেষ্টার অভিযোগ

পরকীয়া ঘিরে এক ব্যক্তিকে প্রাননাশের চেষ্টার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : বুধবার সন্ধ্যা রাতে ধর্মনগর থানাধীন রাজাপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের চারজন মিলে নিমাই দেবনাথকে মারধর করে এবং গলা কেটে দেয়। নিমাই দেবনাথ কোনক্রমে তিন নম্বর মন্দিরের পাশে আসলে এলাকাবাসীরা দমকল কর্মীদের এবং থানায় খবর দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে নিমাই দেবনাথকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে।

 রক্তাক্ত অবস্থায় নিমাই দেবনাথের চিকিৎসা শুরু হয়। মাথায় এবং গলায় দ্রুত আঘাতপ্রাপ্ত হন। মোট ৪৫ টি সেলাই লাগে তার। কর্তব্যরত চিকিৎসকরা তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। আহত নিমাই দেবনাথ জানিয়েছে তাকে তাপস নমঃ, রঞ্জিত দেবনাথ, পঙ্কজ দেবনাথ এবং প্রবীর দেবনাথ মিলে হামলা করেছে।

তাপস নমঃ -র নিমাই দেবনাথের স্ত্রীর সাথে পরকীয়া রয়েছে বলে অভিযোগ। বাকি রঞ্জিত দেবনাথ, পঙ্কজ দেবনাথ এবং প্রবীর দেবনাথ সম্পর্কে তার শালা বলে পরিচিত। সকলে একজোট হয়ে এই ঘটনা সংগঠিত করা মানে পাননাশের চেষ্টা করেছে বলে মনে করছে আহত যুবক এবং তার পরিবারের লোকজন। জানা যায় তার বিরুদ্ধে একটি মামলাও হতে চলেছে। তারপর পুলিশ অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!