স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিককে ঘেরাও করল অটো চালকরা। ঘটনা সোনামুড়া মহকুমা পূর্ত দপ্তরের অফিসে। অভিযোগ দীর্ঘদিন যাবত সোনামুড়া শহর লাগায়া প্রায় প্রতিটি সড়কের বেহাল দশা, বিশেষ করে সোনামুড়া ধলিয়াই, সোনামুড়া – বক্সনগর, সোনামুড়া রবীন্দ্রনগর সড়ক ইত্যাদি। প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে ছোট বড় সমস্ত যান চালকদের। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। প্রতিবছরে মহকুমা প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার বেহাল দশার কারণে যে সকল দুর্ঘটনাগুলি সংঘটিত হচ্ছে সেই সমস্যাগুলোই সমাধানের কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর।
এমনটাই অভিযোগ যানচালকদের। তাই সোনামুড়া মহকুমা পূর্ত দপ্তরের অফিস ঘেরাও করে অটো চালকরা। কথা বলেন দপ্তরের মহকুমা আধিকারিক জেমসন রূপিনীর সাথে। যদিও চালকদের অভিযোগ নির্ধারিত অফিস সময়সূচী অনুযায়ী সকাল ১১ টায় দপ্তরের অফিসে আসলেও দেখা নেই অফিসের কোন কর্তা ব্যক্তিদের। ফাঁকা কক্ষেই চলছে বৈদ্যুতিক সরঞ্জাম। এমত অবস্থায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে অফিসে আসেন পূর্ত দফতরের মহকুমা অধিকারীক জেমসন রূপিনী। তখন অটো চালকদের এক প্রতিনিধি দল কথা বলেন আধিকারিকের সাথে। তিনি বলেন, যে কাজগুলো তাদের হাতে নেই সেগুলি নিয়ে এন এইচ -এর সাথে কথা বলেছেন। আজকের মধ্যেই রাস্তার কাজে হাত লাগানো হবে বলে অবগত হয়েছেন বলে জানান। অপরদিকে অটো চালকরা জানান আধিকারিকরা এসি -র বসে থেকে বুঝতে পারে না অটো চালকদের দুঃখ-দুর্দশার কথা। এবং তারা সঠিক সময়ে অফিসে আসে না বলে অভিযোগ তুলেন অটো চালকরা। অটো চালকরা জানান, আজকের মধ্যে যদি রাস্তার সমস্যা সমাধান না হয় তাহলে বৃহস্পতিবার তারা পথ অবরোধ করবে।