স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : রাজধানীর আখড়া বর্ডার সংলগ্নে তৈরি হচ্ছে লাইট হাউস। ১৬২.৫ কোটি টাকার এই প্রজেক্ট নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু স্থানীয় কিছু সমস্যার কারণে সঠিক সময়ের মতো কাজ এগোচ্ছে না। বন্ধ ছিল নির্মাণ কাজ। এমনটাই অভিযোগ পেয়ে মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র তথা স্থানীয় বিধায়ক দীপক মজুমদার, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিক পরিদর্শন করতে যান।
সেখানে গিয়ে শ্রমিক এবং ঠিকাদার সংস্থার সাথে কথা বলে অবগত হন বিভিন্ন সমস্যার কথা। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব বলেন, লাইট হাউস নির্মাণে স্থানীয় কিছু সমস্যা রয়েছে। এই খবর পেয়ে লাইট হাউস প্রজেক্টের কাজ পরিদর্শন করতে এসে জানতে পারেন বর্তমানে কোন সমস্যা নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করার চেষ্টা করা হচ্ছে। তবে যারা এই কাজের দায়িত্বে রয়েছে তাদের কিছু ঘাটতি লক্ষ্য করা গেছে। কারণ লাইট হাউজ নির্মাণে পর্যাপ্ত পরিমাণে শ্রমিক ব্যবহার করা হচ্ছে না। তাই পর্যাপ্ত পরিমাণে শ্রমিক দিয়ে কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা রয়েছে ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে লাইট হাউজে কাজ সম্পন্ন করার। তিনি জানান, ইতিমধ্যে লাইট হাউজ তৈরি করার জন্য পাইলিং এর কাজ এবং গ্রাউন্ড ফ্লোরের কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন বিল্ডিং এর উপরের কাজ চলছে। তিনি আরো জানান, লাইট হাউস করার কাজটি সরাসরি কেন্দ্রীয় সরকারের চুক্তি। কিন্তু যেহেতু রাজ্যে এই কাজ চলছে তাই পুর নিগম নজর রাখছে সঠিকভাবে কাজ সম্পন্ন হচ্ছে কিনা। সর্বমোট ১ হাজার ফ্ল্যাট এখানে তৈরি হচ্ছে। রাজ্যে বিভিন্ন জেলার মানুষ এখানে ফ্ল্যাট বুকিং করছে। ১৬২.৫ কোটি টাকার এই প্রজেক্টের কাজে কেন্দ্র সরকার ৫০ কোটি টাকা দেবে, রাজ্য সরকার ৪৩ কোটি টাকা দেবে এবং বাকি অর্থ বেনিফিশিয়ারিদের কাছ থেকে নেওয়া হবে বলে জানান তিনি।