Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যরাহুল গান্ধীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে যুব মোর্চার বিক্ষোভ

রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে যুব মোর্চার বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : সোমবার সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ নিলেও তাঁকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে তাঁরা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। বিজেপি হিন্দুই না। হিন্দুধর্মে স্পষ্ট লেখা হয়েছে, সত্যের সঙ্গে দাঁড়াও। সত্যের জন্য লড়াই করো।” একইসঙ্গে তিনি জানান, ”বিজেপি কিংবা আরএসএস হিন্দু সমাজ নয়।”

এই মন্তব্যের জেরে তুমুল হট্টগোল শুরু হয় সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও। মঙ্গলবার প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। রাজধানীর সিটি সেন্টারে সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচির পর সংসদ রাহুল গান্ধীর কুশ পুতুল পুড়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। উপস্থিত যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন, সোমবার দেশবাসী দেখেছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী পবিত্র সংসদে দাঁড়িয়ে ধর্মীয় ভাবাবেগের উপর আঘাত নামিয়ে এনেছেন। এর তীব্র নিন্দা জানিয়ে সারা রাজ্যে যুব মোর্চার কর্মীরা প্রত্যেকটি মন্ডল থেকে ধিক্কার ও প্রতিবাদ জানায়। এক বিরুদ্ধে আগামী দিনে রাজপথে আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান তিনি। তিনি দাবি জানান, বিরোধী দলের নেতাকে অবিলম্বে কুরুচিকর মন্তব্য প্রত্যাহার করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য