Tuesday, January 14, 2025
বাড়িরাজ্য১৯৭৫ -এর ইমারজেন্সি কাল নিয়ে শীর্ষক আলোচনা সভায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী

১৯৭৫ -এর ইমারজেন্সি কাল নিয়ে শীর্ষক আলোচনা সভায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : ভারতীয় গণতান্ত্রিক ইতিহাসে এক কালো একটাই হিসেবে কুখ্যাত ১৯৭৫ -এর ইমারজেন্সি কাল। রাজনৈতিক উদ্দেশ্যে সংবিধানের প্রদত্ত অধিকারের অপব্যবহার করে ২১ মাস ধরে দেশের নাগরিকদের অধিকার খর্ব করে এই দুর্বিষহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সোমবার ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা কর্তৃক আয়োজিত ‘ইমারজেন্সি প্রভিসনস আন্ডার ইন্ডিয়া কনস্টিটিউশন : রেটরোসপ্রেকটিভ এন্ড পোর্সপ্রেক্ট’ শীর্ষক এক দিবসীয় সিম্পোজিয়ামে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন এই ইমার্জেন্সি পরিস্থিতির কথা ছাত্রছাত্রীদের বিস্তারিত অবগত করেন। এবং এ সময়ের কথা উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন। পরে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে কলেজের পড়াশোনার বিষয়ে খোঁজখবর নিয়ে অবগত হন। এবং আগামী দিন তারা যাতে রাজ্যের এবং দেশের সুনাম অর্জন করতে পারে তার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সচিব পি চক্রবর্তী সহ শিক্ষাবিদরা। মুখ্যমন্ত্রীর সহ উপস্থিত অতিথিরা ছাত্র-ছাত্রীদের সম্বোধন করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য