স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় জিএসটি দিবস। রাজধানীর প্রজ্ঞাভবনে আয়োজিত অনুষ্ঠানে গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যে যে সকল ব্যবসায়ী জিএসটি প্রদান করে তাদেরকে শুভেচ্ছা জানান। তিনি বলেন ত্রিপুরা রাজ্য একটা ছোট রাজ্য।
একটা সময় রাজ্যের সাথে যোগাযোগের মাধ্যম ছিল আসাম-আগরতলা জাতীয় সড়ক ও বিমান। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। রাজ্যের বিমান পরিষেবার সম্প্রসারণ হয়েছে। সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটেছে। রেল পরিষেবা উন্নত হয়েছে। বাংলাদেশ দিয়ে কোলকাতার সাথে যোগাযোগ ব্যবস্থা অতি দ্রুত চালু হবে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যে কর আদায়ের পরিমাণ পূর্বের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। এতে করে রাজ্যের উন্নয়ন হবে। যারা জিএসটি প্রদানের যোগ্য, তারা জিএসটি প্রদান করছে বলেও কর আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যথায় আইন করে এইটা করা সম্ভব নয়। ২০২৩-২৪ সালে বিগত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি কর আদায় করা সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এইদিন ক্ষুদ্র সঞ্চয় এজেন্টদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের আধিকারিকরা।