স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ জুলাই: গাজার আল-শিফা হাসপাতালের প্রধানকে সাত মাসেরও বেশি সময় আটকে রাখার পর মুক্তি দিয়েছে ইসরায়েল।মুক্তির পর ডাঃ মোহাম্মদ আবু সালমিয়া বলেন, তার ধারণা ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের বর্তমান অবস্থা এখন সবচেয়ে খারাপ।ডাঃ সালমিয়াকে গ্রেপ্তারের সময় ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল, তার ব্যবস্থাপনায় আল-শিফা হাসপাতাল হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করেছে বলে প্রমাণ রয়েছে। তবে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছিল।
বিবিসি জানিয়েছে, মুক্তি পাওয়ার পর সালমিয়া অভিযোগ করেন, ইসরাইলের হাতে আটক কিছু স্বাস্থ্যকর্মী নির্যাতনের শিকার হয়ে কারাগারে মারা গেছেন।এপ্রিলে আল-শিফা হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান ডাঃ আদনান আল-বুর্শ আটক অবস্থায় মারা যান বলে খবর হয়।ডাঃ সালমিয়া আরও বলেন, ফিলিস্তিনি বন্দিরা শারীরিক ও মৌখিক লাঞ্ছনার পাশাপাশি খাবার ও পানির অভাবেও কষ্ট পাচ্ছেন।সালমিয়া তার উপর নির্মম নির্যাতনের বর্ণনা দিতে যেয়ে বলেন, “আমাদের ওপর কঠোর নির্যাতন চালানো হয়, আমার কনিষ্ঠ আঙুল ভেঙ্গে যায়। আমরা মাথায় বারবার আঘাত করা হয়েছে, এতে অনেকবারই রক্ত ঝড়েছে।“ইসরাইলি কারাগারগুলোতে প্রায় প্রতিদিনই নির্যাতন চলত। যখন বন্দিদের সেলে অভিযান চলত প্রত্যেকবারই তাদের ব্যাপকভাবে মারধর করা হতো।”
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আটক হাজার হাজার ফিলিস্তিনির মধ্যে অনেকেই এ ধরনের নির্যাতনের অভিযোগ করেছেন।ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া গাজার আল–শিফা হাসপাতাল। ইসরায়েলি কারাগার পরিষেবা বিবিসিকে বলেছে, তারা ডাঃ আবু সালমিয়ার অভিযোগ সম্পর্কে অবগত নয় কিন্তু আইন অনুযায়ী সব বন্দিকে আটক রাখা হয়েছে এবং তাদের অভিযোগ দায়ের করার অধিকার আছে।ইসরায়েলের বেশ কয়েকজন মন্ত্রী ও রাজনীতিবিদ ডাঃ সালমিয়ার মুক্তির নিন্দা জানিয়েছেন।
দেশটির সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার জন্য দায়ীদের আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত সন্দেহভাজনদের মুক্তি দেওয়া সরকারের পদত্যাগ করা উচিত।কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন।শিন বেত একটি বিবৃতি দিয়ে বলেছে যে ইসরায়েলি কারাগারে উপচে পড়া ভিড় ডাঃ আবু সালমিয়ার মতো বন্দীদের মুক্তি দিতে বাধ্য করছে, কারণ তিনি মুক্তির জন্য প্রযোজ্য সমস্ত শর্ত পূরণ করেছেন। তবে তারপরও সালমিয়ার মুক্তির বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।