স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে রাজভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন, করোনা অতিমারির সময় জীবন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের এ ধরনের দায়িত্ব পালনের জন্য আজকের বিশেষ দিন থেকে অনেক শুভেচ্ছা।
তিনি বলেন, সকলে ডাক্তারকে শুধুমাত্র ভগবান বলে। ডাক্তারের পেশা ছাড়া অন্য পেশার কাউকে ডাক্তার বলে সম্বোধন করা হয় না। আগামী দিন যাতে চিকিৎসকরা আরো ভালো পরিষেবা দিয়ে মানুষের মন জয় করে নিতে পারে, এর জন্য আহ্বান জানান রাজ্যপাল। তিনি বলেন, কোন চিকিৎসকের মধ্যে অহংকার ভাব যাতে না আসে। রোগীর সাথে ভালোভাবে ব্যবহার না করলে রোগী চিকিৎসা পরিষেবা নিতে সেই ডাক্তারের কাছে যাবে না। তাই যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা অবশ্যই যাতে ব্যবহার সুন্দর করেন। তার জন্য আহ্বান জানান রাজ্যপাল। অনুষ্ঠান শেষে রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের সম্মাননা জানানো হয়। মানুষের স্বার্থে তাদের পরিষেবা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাজ্যপাল। এদিনের আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জিবি হাসপাতালে মেডিকেল সুপারেনটেনডেন্ট শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা।