Sunday, December 22, 2024
বাড়িরাজ্যদুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ

দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : সোমবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেলো কৈলাসহরের ইছবপুর গ্রামে। বিস্কুট ভর্তি একটি ম্যাজিক গাড়ির ধাক্কায় ৬৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল থেকেই দিনভর গোটা কৈলাসহর মহকুমায় ভারী বৃষ্টিপাত ছিলো। এই প্রচন্ড বৃষ্টি চলাকালীন সময়ে TR 02 L 1604 নাম্বারের একটি বিস্কুট ভর্তি ম্যাজিক গাড়ি কৈলাসহরের ইছবপুর গ্রামের প্রভাকর ইংরেজি মাধ্যম জুনিয়র বেসিক স্কুলের সামনের একটি দোকানে বিস্কুট দিয়ে আসে।

 দোকানে বিস্কুট দিয়ে গাড়ি শহরে আসার জন্য গাড়ির চালক গাড়িটিকে ব্যাক গিয়ার দেয়। সেই সময় ইছবপুর গ্রামের ৬৫ বছরের মানিক দেবকে পিষে নেয়। মানিক দেব চিৎকার করলেও প্রচন্ড বৃষ্টির কারনে গাড়ির চালক সম্ভবত কিছুই শোনতে পায় নি। তারপর একটা সময় ঘটনা স্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মানিক দেব। কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার জানান যে, মৃত মানিক দেবের ছোট ভাই গাড়ির চালক প্রীতম সিনহার বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে এবং মামলার নম্বর হলো KLS/PS/83/2024। ওসি শ্যামল কান্তি মজুমদার আরও জানান, ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে থানায় আনা হয়েছে। গাড়ির চালককেও গ্রেফতার করে থানায় রাখা হয়েছে। ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মানিক দেবকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক মানিক দেবকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় কৈলাসহরে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য