স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : গৃহকর্তাকে ঘুমে রেখে স্বর্ণালংকার নিয়ে গেল চোরের দল। পরে মাঝ রাতে প্রাকৃতিক কাজ করতে ঘুম থেকে উঠে দেখে সবকিছু এলোমেলো। টের পায় চুরি হয়েছে। ঘটনা চুরাইবাড়ি থানা এলাকার খেরেংজুড়ি এলাকার পীযূষ নাথের বাড়িতে। জানা যায়, চোর চক্রের দাপট কিছুতেই যেন হ্রাস পাচ্ছে না উত্তর জেলায়।
পুলিশ প্রশাসন শুধু ব্যর্থতায় পরিচয় দিয়ে চলেছে। শুক্রবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের খেরেংজুড়িতে ঘটে চুরির ঘটনা। অভিযোগ খেরেংজুড়ি এলাকার আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের পিযুষ নাথ প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক পৌনে তিনটা নাগাদ প্রাকৃতিক কাজ করার জন্য ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মূল ফটক খোলা। তাছাড়া ঘরের আলমারির লকার ভাঙ্গা। সাথে ঘরের সকল জিনিসপত্র এলোমেলো। তখন তিনি চিৎকার করলে ছুটে আসেন পরিবারের অনান্য সদস্যরা। খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পিযুষ নাথ জানান, রাত আনুমানিক একটা থেকে আড়াইটার মধ্যে চোরের দল হানা দিয়েছে। ঘরের দরজার ছিটকিরি ভেঙে ঘরে প্রবেশ করে তার জীবনের উপার্জিত সর্বস্ব চুরি করে নিয়ে গেছে। ঘরে থাকা দুটি স্বর্নের চুরি, একটি মঙ্গলসূত্র, তিনটি আংটি সহ রুপার বেশ কয়েকটি চেইন, আংটি ও ব্রেসলেট নিয়ে গেছে। তাছাড়া ঘরে থাকা নগদ ত্রিশ হাজার টাকাও নিয়ে গেছে চোরের দল। তিনি জানান, চুরি যাওয়া সামগ্রী মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা।চুরাইবাড়ি থানায় একটি চুরির মামলা রুজু করেছেন পীযূষ নাথ। সাথে গোটা ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার সহ চোরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন তিনি। গোটা ঘটনায় খেরেংজুড়ি এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে।