Sunday, October 6, 2024
বাড়িরাজ্যপিতা-মাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণের জন্য কর্মশালার আয়োজন

পিতা-মাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণের জন্য কর্মশালার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : “পিতা-মাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইন ২০০৭ এবং নিয়মাবলী” বিষয়ক রাজ্য স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার। এইদিন প্রজ্ঞাভবনের ১ নং হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদিপ প্রজ্জ্বলন করে কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কর্মশালার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন প্রতিবছর দুর্গা পুজার সময় রাজ্যে বড় বড় মাটির মূর্তি তৈরি করে দুর্গা পূজা করা হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পূজা করা হয়। অথচ দেখা যায় যে মায়ের স্নেহ আদর যত্ন পেয়ে ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়, বড় হয়ে সেই মায়ের জন্য একটা ঘর তৈরি করতে পাড়ে না প্রতিষ্ঠিত ছেলে মেয়ে। তাই এই বিষয়টিকে নিয়ে বর্তমানে আলোচনা করতে হচ্ছে।

এইটা একটা সমাজের ব্যাধি। এই ব্যাধিকে মন থেকে বর্জন করতে হবে। ১৯৭৩ সালে রাষ্ট্র সংঘে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৃক্ষ রোপণের জন্য। এই সিদ্ধান্তের পর ৫০ বছর অতিক্রম হয়ে গেছে। কিন্তু বর্তমানে দেখা যায় তেমন সংখ্যক গাছ নেই। কারন শুধুমাত্র কর্মসূচির জন্য গাছ লাগানো হয়। গাছ বাঁচানোর উদ্যোগ নেওয়া হয় নি। কর্মসূচি পালন করলে হবে না। মানুষকে সচেতন হতে হবে। তবেই সফলতা আসবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা স্মিতা মল এমএস, দপ্তরের সচিব তাপস রায়, আইন দপ্তরের যুগ্ম সচিব স্বপন চৌধুরী সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য