স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : রেলকে কাজে লাগিয়ে নেশার করিডোর হয়ে গেছে ত্রিপুরা। কোনভাবেই রুখতে পারছে না পুলিশ প্রশাসন। একদিকে রাজ্য থেকে বহিঃরাজ্যে পাচার করা হচ্ছে শুকনো গাঁজা। অপরদিকে বহিঃরাজ্য থেকে রাজ্যে আসছে ফেন্সিডিল, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট সহ অন্যান্য নেশা সামগ্রী। নেশা সামগ্রী পাচারের জন্য পাচারকারীরা বর্তমানে রেলকে বেছে নিয়েছে।
শুক্রবার বিকালে আগরতলা রেল স্টেশন থেকে ২২ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ বিহার রাজ্যের বাসিন্দা বীর বিকাশ বিক্রমকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২২ কেজি শুকনো গাঁজা। তার বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় এনডিপিএস এক্টে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান আগরতলা রেল স্টেশন থেকে শুক্রবার গাঁজা উদ্ধারের পাশাপাশি বেশকিছু ফেন্সিডিলও উদ্ধার হয়েছে। তবে এই ফেন্সিডিলের সাথে কাউকে পাওয়া যায় নি।
তবে ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ। ধৃত গাঁজা পাচারকারীকে পুলিশ শনিবার আদালতে সোপর্দ করে। পাশাপাশি উদ্ধার হওয়া ফেন্সিডিলের মালিক কে তা জানার চেষ্টা করছে জিআরপি থানার পুলিশ। এখন দেখার আগরতলা জিআরপি থানার পুলিশ উদ্ধার হওয়া ফেন্সিডিলের মালিককে খুজে বের করতে পাড়ে কিনা।