স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : রাজ্য সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে শনিবার পালন করা হয় পরিসংখ্যান দিবস। পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদিপ প্রজ্জলন করে এই রক্তদান শিবিরের সুচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তর একটা গুরুত্বপূর্ণ দপ্তর। এই দপ্তরকে আরও মজবুত ও শক্তিশালী করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তথ্য সংগ্রহ করে ত্রিপুরা রাজ্যকে আরও মজবুত ও শক্তিশালী করার জন্য দপ্তরের অফিসারদের কাজ করার আহ্বান জানান। মন্ত্রী বিকাশ দেববর্মা আরও বলেন বর্তমানে রাজ্যের ৪ জেলায় অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের অফিস রয়েছে। বাকি ৪ টি জেলাতেও নতুন করে অফিস বিল্ডিং তৈরি করে কর্মী নিয়োগ করে অফিস চালু করার প্রক্রিয়া চলছে। আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনি অনুষ্ঠান শেষে শুরু হয় রক্তদান শিবির। শিবিরে এইদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য অতিথিরা স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।