Wednesday, December 4, 2024
বাড়িরাজ্যএজিএমসি -তে এমবিবিএস ভর্তির আসন বৃদ্ধি

এজিএমসি -তে এমবিবিএস ভর্তির আসন বৃদ্ধি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে রাজ্যের ছেলে মেয়েদের। আগরতলা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তির জন্য আসন সংখ্যা বাড়ানোর দাবি উঠেছে দীর্ঘ বছর ধরে। এ বিষয়ে নজর আসতেই ইতিমধ্যে বড় সিদ্ধান্ত গ্রহণ করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। দ্যা ন্যাশনাল মেডিকেল কমিশন আগরতলা সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তির ক্ষমতা ১০০ থেকে ১৫০ আসনে বাড়ানোর অনুমোদন দিয়েছে।

শনিবার সামাজিক মাধ্যমে এই কথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তে উপকৃত হবে ছেলেমেয়েরা। রাজ্যে বহু ছাত্র-ছাত্রী রাজ্যে এমবিবিএস পড়ার বড় সুযোগ পাবে। কারণ এটি রাজ্যের উচ্চাকাঙ্ক্ষী মেডিকেল শিক্ষার্থীদের ডাক্তার হওয়ার স্বপ্ন অনুসরণ করার জন্য আরও সুযোগ প্রদান করবে। আসনের এই সম্প্রসারণ ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবা বাড়াবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ন্যাশনাল মেডিকেল কমিশনকে ধন্যবাদ জানান রাজ্যবাসীর পক্ষ থেকে। কারণ রাজ্য সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে। সে পথেই হাঁটছে কেন্দ্র সরকার। যায় কারণে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য