Saturday, March 15, 2025
বাড়িরাজ্যপশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পরবর্তী হিংসার রিপোর্ট জে.পি নাড্ডার হাতে তুলে দিলেন বিপ্লব...

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পরবর্তী হিংসার রিপোর্ট জে.পি নাড্ডার হাতে তুলে দিলেন বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : নির্বাচনোত্তর সন্ত্রাস হাড় হিম করে দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে। সেই রাজ্যের বিরোধী দল বিজেপি-র অভিযোগ বরাবরই শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। তাদের অভিযোগ বেছে বেছে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হামলা সংগঠিত করা হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি। ভাংচুর করা হচ্ছে বাড়ি ঘর।

বিরোধী দল করার অপরাধে বাড়িতে প্রবেশ করে মহিলাদের জোর পূর্বক ধর্ষণ করা হচ্ছে। বলতে গেলে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভেঙ্গে পরেছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সংসদীয় দল গঠন করে সর্বভারতীয় বিজেপি। সংসদীয় দলের নেতৃত্বে রয়েছেন ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেন। ১৬ জুন বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সংসদীয় দল পশ্চিমবঙ্গে পৌছায়। সংসদীয় দলের সদস্যরা ১৭ জুন কলকাতা বিজেপি দলের কার্যালয়ে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করেন। তাদের সাথে কথা বলেন। কি ভাবে তাদের বাড়ি ঘরে ও তাদের উপর নির্যাতন করা হয়েছে সেই বিষয়ে অবগত হন। ১৮ জুন সংসদীয় দলের সদস্যরা কোচবিহারে যান। কোচ বিহারে তৃনমূল আশ্রিত দুষ্কৃতিদের হামলার শিকার হয়ে এখনো পর্যন্ত ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক। আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। বিপ্লব দেবের নেতৃত্বে সংসদীয় দলের সদস্যরা কোচবিহার মিশন হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলেন। তাদের শারীরিক বিষয়ে খোঁজ খবর নেন।

 তারপর তারা যান কোচ বিহার বিজেপি দলের কার্যালয়ে। সেখানেও ঘর বাড়ি ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক আশ্রয় নিয়েছে। তাদের সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন। বিপ্লব দেবের নেতৃত্বে সংসদীয় দলের সদস্যরা যান সন্দেশখালিতে। সেখানে গিয়ে তৃনমূল আশ্রিত দুষ্কৃতিদের আক্রমণের শিকার হওয়া আদিবাসিদের বাড়িতে যান। কথা বলেন সেখানকার নিপীড়িত আদিবাসী মহিলাদের সাথে। তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে অবগত হন সংসদীয় দলের প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ থেকে দিল্লি ফিরে গিয়ে পশ্চিমবঙ্গে যে সকল ঘটনা ঘটছে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করেন সংসদীয় দলের প্রতিনিধিরা। সেই রিপোর্ট শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার হাতে তুলে দেওয়া হয়। সংসদীয় দলের নেতৃত্বে থাকা সাংসদ বিপ্লব কুমার দেব এইদিন রিপোর্ট তুলে দেন দলের সর্বভারতীয় সভাপতির হাতে। পাশাপাশি পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতির বিষয়ে তিনি দলের সর্বভারতীয় সভাপতিকে অবগত করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য