Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যচেলিখলায় পুলিশ ও সাধারন জনগণের মধ্যে খণ্ডযুদ্ধে যুক্ত থাকার অভিযোগে ৭ জন...

চেলিখলায় পুলিশ ও সাধারন জনগণের মধ্যে খণ্ডযুদ্ধে যুক্ত থাকার অভিযোগে ৭ জন গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : বিশালগড় নিচের বাজারের বহু ব্যবসায়ী চিনি পাচারের সাথে যুক্ত হয়ে পড়েছে বলে খবর। বিশালগড় নিচের বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীর দোকানে প্রতিদিন গাড়ি গাড়ি চিনি আনলোড করা হয়। তারপর সেই চিনি লোড করা হয় মালবাহী বুলেরো গাড়িতে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে চিনি বোঝাই গাড়ি গুলি দ্রুত গতিতে বিশালগড়-বক্সনগর সড়ক হয়ে বক্সনগরের বিভিন্ন সিমান্ত এলাকায় পৌঁছে যায়। তারপর সেই চিনি বাংলাদেশে পাচার করা হয়। আর দ্রুত গতি সম্পন্ন চিনি বোঝাই গাড়ির ধাক্কায় একের পর ঝড়ে যাচ্ছে তরতাজা যুবকের প্রান।

নিরব দর্শকের ভুমিকা পালন করে যাচ্ছে সংশ্লিষ্ট এলাকায় থাকা থানার পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশালগড়ের গজারিয়া এলাকার বিজয় দাস ও বিষ্ণু লোধ বাইক নিয়ে চেলিখলা চৌমুহনীর উদ্দেশ্যে যায়। তারা বাইক নিয়ে চেলিখলা চৌমুহনী পৌঁছানোর পর বক্সনগরগামী একটি চিনি বোঝাই বুলেরো গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এলাকার এক মহিলা জানান বিজয় ও বিষ্ণুকে ধাক্কা মারার পর চিনি বোঝাই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর খবর দেওয়া হয় বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে বিজয় দাস ও বিষ্ণু লোধকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান বিষ্ণু লোধকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। গুরুতর ভাবে আহত হয়েছে বিজয় দাস। এইদিকে দুর্ঘটনার পর চেলিখলা চৌমুহনী এলাকার লোকজন প্রতিবাদে সড়ক অবরোধে সামিল হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পরে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছড়িয়ে পরে ব্যাপক উত্তেজনা। ক্ষুব্ধ সড়ক অবরোধকারীরা বিশালগড় থানার তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। হামলা চালানো হয় বিশালগড়ের মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন ও বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পালের উপর। পরবর্তী সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী। সড়ক অবরোধকারিদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এইদিকে পুলিশের উপর আক্রমণ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে শুক্রবার ভোরে বিশালগড় থানার পুলিশ ৭ অভিযুক্তকে আটক করে। ধৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। এইদিকে বিশালগড় মহকুমা হাসপাতালে ময়না তদন্তের পর মৃত বিষ্ণু লোধের মৃতদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চেলিখলা গজারিয়াস্থিত বাড়িতে নিয়ে যাওয়া হয়। কারন পুলিশের নিকট আগাম খবর ছিল মৃতদেহকে সামনে রেখে পুনরায় বক্সনগর-বিশালগড় সড়ক অবরোধ করতে পারে এলাকাবাসীরা। বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবার বিশালগড়ের নিচের বাজারে লোক দেখানো অভিযান চালায় বিশালগড়ের মহকুমা প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য