স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : টি.বি.এস.সি ও সি.বি.এস.সি পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ জেলার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় দক্ষিণ জেলা শিক্ষা দপ্তর। বিলোনিয়া শচীন দেববর্মণ অডিটোরিয়ামে শুক্রবার দুপুর বারোটা নাগাদ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। পাশাপাশি দক্ষিণ জেলার তিনটি বিদ্যালয়ের পাঁচ জন শিক্ষককেও সংবর্ধনা প্রদান করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া।
সাথে ছিলেন দক্ষিণ জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসোয়াল, জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত, পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার। ছাত্র ছাত্রীদের পড়াশুনার উৎসাহ প্রদান করতে এই অনুষ্ঠান বলে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী আরো বলেন, শিক্ষা হলো এমন একটি শক্তিশালী অস্ত্র যার দ্বারা গোটা বিশ্বকে পরিবর্তন করা যায়। তাই শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি এদিন বিদ্যালয় গুলির বিগত দিনের অবস্থান সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন আগে স্কুলগুলিতে পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা ছিল না। আজ বিদ্যালয়গুলির মধ্যে বিভিন্ন সুযোগ-সুবিধা ব্যবস্থা হয়েছে। বিশেষ করে বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে। যার ফলে এখন শুধু আর শহরাঞ্চলের স্কুল গুলির পাশাপাশি গ্রাম অঞ্চলের স্কুলগুলোর ফলাফল ভালো হয়। বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত স্কুলের মধ্যে সাব্রুম স্কুলের ছাত্র প্রথম স্থান অধিকার করেছে বলে জানান মন্ত্রী।