স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : কৈলাসহরের থানা থেকে চারশো মিটারের মধ্যে এক মহিলার ব্যাগ থেকে দশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেল ছিনতাইকারীরা।
কৈলাসহরের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের বনগাঁও গ্রামের বাসিন্দা পেশায় কৃষি দপ্তরের কর্মী রাফিয়া বেগম সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, তিনি কৈলাসহরের থানা রোডের এক এ.টি.এম কাউন্টার থেকে দশ হাজার টাকা তোলে গার্লস স্কুল রোডের এক ফার্মেসিতে গিয়ে ঔষধ পাল্টানোর সময় তার পাশে কয়েকজন অপরিচিত মহিলা ছিলেন। সম্ভবত সেই মহিলারা তার টাকার ব্যাগটি নিয়ে যায়।
পরবর্তী সময়ে রাফিয়া বেগম কাপড়ের দোকানে গিয়ে কাপড় কিনে টাকা দেওয়ার সময় ব্যাগটি না পেয়ে তিনি হতভম্ব হয়ে পড়েন। হতাশ রাফিয়া দেবী সাথে সাথে কৈলাসহর থানায় এসে লিখিত অভিযোগ করেন।