Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ১৮ সূর্য মনিনগর বিধানসভা এলাকায় পদ যাত্রা

ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ১৮ সূর্য মনিনগর বিধানসভা এলাকায় পদ যাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল থেকে শাসক দল অনেকটাই এগিয়ে আছে। বৃহস্পতিবার ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের ৫৩ নং বুথে পদযাত্রার আয়োজন করে বিজেপি দলের কর্মী সমর্থকরা।

পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল। এইদিন পদযাত্রা শুরুর আগে তিনি একটি জল জীবন মিশন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন এলাকায়। ১৮ সূর্যমনি নগরে এইদিন ছিল পদযাত্রার চতুর্থ দিন। পদযাত্রা চলাকালীন সময়ে বিধায়ক রামপ্রসাদ পাল কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে। জেনে নেন তাদের সুখ-দুঃখের কথা। পরে বিধায়ক রামপ্রসাদ পাল জানান মানুষ শান্তিতেই বসবাস করছে। তারা সুরক্ষিত। তবে কিছু কিছু জায়গায় রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা রয়েছে। সেইসব সমস্যাগুলো খুব শিঘ্রই সমাধান করার আশ্বাস দেন বিধায়ক রামপ্রসাদ পাল। এলাকায় যেটুকু উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে আরো ত্বরান্বিত করার কথাও এলাকাবাসীরা বিধায়ককে জানান। মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই পদযাত্রা সংগঠিত করা হচ্ছে। এইদিনের পদ যাত্রায় বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য