Saturday, October 5, 2024
বাড়িরাজ্যআন্তর্জাতিক এম এস এম ই দিবস উদযাপন

আন্তর্জাতিক এম এস এম ই দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : বৃহস্পতিবার হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটোরিয়ামে আন্তর্জাতিক এম এস এম ই দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা।

শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা জানিয়েছেন অন্যান্য রাজ্যের মত ত্রিপুরাকেও আত্মনির্ভর হতে হবে। এর জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের পাশাপাশি এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। এই সমস্ত প্রকল্প গুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিটি পরিবার যাতে আত্মনির্ভর হতে পারে এর লক্ষ্যেই কাজ করছে সরকার। এমনটাই জানান মন্ত্রী শ্রীমতী চাকমা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য