স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : ভারতীয় দালাল ও বাংলাদেশের দালালের হাত ধরে প্রায় প্রতিদিন অবৈধভাবে ভারত-বাংলাদেশ তাঁর কাটার বেড়া অতিক্রম করে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশী নাগরিক। বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা শাখা দালালদের আটক করতে ব্যর্থ হচ্ছে। ফলে দালালের হাত ধরে বাংলাদেশী নাগরিকরা অবৈধ ভাবে রাজ্যে প্রবেশ করছে। তারপর তারা রেল পথে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।
প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছে বাংলাদেশী নাগরিক। সূত্রের খবর বাংলাদেশী মহিলাদের কাজের প্রলোভন দিয়ে অবৈধভাবে রাজ্যে নিয়ে আসে মানব পাচারকারিরা। তারপর তাদের দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে নিসিদ্ধ পল্লিতে বিক্রয় করে দেওয়া হয়। কিংবা অসামাজিক কাজে লিপ্ত করা হয়। মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে চার জন বাংলাদেশী মহিলা সহ একজন ভারতীয় দালালকে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃত চার জন্য বাংলাদেশী মহিলার মধ্যে দুইজন পুনে ও দুই জন আমেদাবাদ যাওয়ার উদ্দেশ্যে অবৈধ ভাবে রাজ্যে এসেছে। তাদের নাম হল মিম সুলতানা, রুবায়া সুলতানা, রিতু বেগম ও জ্যোতি খাতুন। তাদের সাথে ধৃত ভারতীয় নাগরিকের নাম মহম্মদ কাসেম মিয়া।
তাঁর বাড়ি সিপাহীজলা জেলায়। মহম্মদ কাসেম মিয়া বাংলাদেশী মহিলাদের ত্রিপুরা রাজ্যে আসার ক্ষেত্রে এবং রাজ্য থেকে বহিঃরাজ্যে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করছিল। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। রাজ্যে মানব পাচার চক্র সক্রিয়। তা আগেই প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকজন মানব পাচারকারীর বিরুদ্ধে সিবিআই আদালতে চার্জশিট জমা দিয়েছে বলে জানা গেছে। তারপরও মানব পাচার চক্র সক্রিয় রয়েছে রাজ্যে। এখন দেখার অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রুখতে সরকার কঠোর কোন পদক্ষেপ গ্রহণ করে কিনা।