স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : এন.এস.আর.সি.সি -এর হলঘরে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এন.সি.সি -এর বার্ষিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডেন্ট কর্নেল সি রাজশেখর, কর্নেল বিনয় রাউথান সহ আরো অনেকেই।
এদিন এই বার্ষিক প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন শিলচর গ্রুপ কমান্ডেন্ট ব্রিগেডিয়ার কপিল সুদ। মোট ৪১০ জন জে ডাব্লু এবং জেডি ক্যাডেট অংশগ্রহণ করে এই প্রশিক্ষণ শিবিরে। বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণকারী এই ক্যাডেট রা ১০ দিন এই প্রশিক্ষণ শিবিরে থাকবেন। এই প্রশিক্ষণ শিবিরে তারা মিলিটারি ট্রেনিং, নিয়ম-শৃঙ্খলা, মোটিভেশনাল স্কিল সম্পর্কে জ্ঞান অর্জন করবে।