স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক ষাট ঊর্ধ বৃদ্ধার। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার করইলং শিশুবিহার ২ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃতার নাম বাসনা দেবনাথ। নিজ বাড়িতে বিদ্যুতের গোলযোগ দেখা দেওয়ায় তিনি ঘরের পেছনে দেখতে যান বিদ্যুৎ পরিবাহী তারে কোনো রকম সমস্যা রয়েছে কিনা। তখনই তিনি বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন এবং মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের লোকজনেরা দীর্ঘক্ষন খোঁজাখুঁজি করে ঘরের পেছনে একটি অন্ধকারাচ্ছন্ন জায়গায় পড়ে থাকতে দেখে বাসনা দেবনাথকে। তার স্বামী এগিয়ে এলে বিদ্যুৎ তার উপরেও ছোবল বসায়। কিন্তু তিনি কোন রকমে বিদ্যুতের ছোবল থেকে বেরিয়ে আসেন। কিন্তু বাঁচাতে পারেন নি তার স্ত্রীকে। তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।