Tuesday, July 23, 2024
বাড়িরাজ্যবাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের

বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : সাত সকালে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। ঘটনা উদয়পুরের ব্রহ্মবাড়ী সিএনজি স্টেশনের সামনে। ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর ফুলকুমারী ক্যানেল চৌমুনি এলাকার বাসিন্দা বিজয় দাস। বিজয় দাসের বন্ধু সুকান্ত দাস। সুকান্ত দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তার স্কুটিটি চুরি হয়ে গেছে। তাই সে পুলিশকে অবগত করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয় চুরি যাওয়া স্কুটির একটি ছবি থানায় নিয়ে জমা দেওয়ার জন্য। সুকান্ত দাসের বোন শর্মিষ্ঠা দাসের কাছে সুকান্তর স্কুটির ছবি রয়েছে। বুধবার সকালে সে তার বন্ধু বিজয় দাসকে সাথে নিয়ে বোনের বাড়িতে যায় স্কুটির ছবি আনার জন্য। বোনের বাড়ি থেকে ছবি সুকান্ত, বিজয় ও শর্মিষ্ঠা থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাইক চালাচ্ছিল বিজয় দাস। ব্রহ্মবাড়ী সিএনজি স্টেশনের সামনে বিজয় বাইকের নিয়ন্ত্রন হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে। এতে বিজয় গুরুতর ভাবে আহত হয়। দুর্ঘটনার পর আহত অবস্থায় বিজয় দাসকে নিয়ে জাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান যান দুর্ঘটনায় আহত বিজয় দাসকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর বিজয় দাসকে সিটি স্ক্যান করার জন্য প্রেরন করা হয়। সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়ার পর বিজয় দাসের মৃত্যু হয়। এইদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে শোঁকের ছায়া নেমে এসেছে উদয়পুর ফুলকুমারী ক্যানেল চৌমুনি এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য