স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : প্রতিবছর দুটি মরশুমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়। চলতি মরশুমেও কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু করা হয়েছে। মঙ্গলবার জিরানিয়া মহকুমার মাধববাড়ি সরকারী খাদ্য গোদামের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়। এইদিন প্রদীপ প্রজ্বলন করে ধান ক্রয় প্রক্রিয়ার উদ্বোধন করেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার উপলব্ধি করেছে কৃষকরা ধান চাষ করে লাভের মুখ দেখেছে না। কারন তারা ন্যায্য মূল্য পাচ্ছে না ধানের। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে সরকারি ভাবে ধান ক্রয় শুরু করেছে। রাজ্যের পূর্বতন সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে নি। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সরকারের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন এইবার ধান বিক্রয় করে টাকার জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে না। ধান বিক্রয় করার পরের দিন ব্যাঙ্ক একাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। রাজ্যের বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া চলতে থাকবে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি আরও জানান প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকরা বছরে তিন কিস্তিতে ৬ হাজার টাকা পাচ্ছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আরও দুই হাজার টাকা বৃদ্ধি করার চিন্তা ভাবনা চলছে। ধানের চারা রোপণ থেকে ধান বিক্রয় করা পর্যন্ত কৃষকদের সাথে রয়েছে সরকার। আয়োজিত ধান ক্রয় করার অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মন্ত্রী কথা বলেন কৃষকদের সাথেও। কৃষকদের সুবিধা, অসুবিধার কথাও শোনেন তিনি।