স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : মঙ্গলবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এন এস এস ইউনিট এবং এলামনির যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গনে হয় এ রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রক্তদান সম্পর্কে রাজ্যের ছেলেমেয়েরা যথেষ্ট সচেতন।
কিন্তু লোকসভা নির্বাচনের জন্য রক্তদানে কিছুটা ঘাটতি হয়েছিল। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সকলকে রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান জানান। তারপর সকলে রক্তদান শিবিরে এগিয়ে আসছে। পাশাপাশি এগিয়ে এসেছে নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের ছাত্র-ছাত্রীরা। ১৮ বছর হওয়ার পর তারা এই প্রথমবার রক্তদান শিবিরে এগিয়ে এসেছে। যা অত্যন্তই আনন্দের ও উৎসাহের। তারা আগামী দিনেও ধারাবাহিকভাবে রক্তদান শিবির করে যাবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, মাঝেমধ্যে গাফিলতি কারণে রক্তের সংকট সৃষ্টি হয়।
কিন্তু সাধারণত রাজ্যের রক্তের সংকট থাকে না। রাজ্যের সচেতন মানুষ ধারাবাহিকভাবে রক্তদানে এগিয়ে আসে বলে দাবি করেন মঞ্চে টিঙ্কু রায়। আয়োজিত রক্তদান শিবিরে এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, স্কুলের শিক্ষক সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। তারা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।