Friday, March 21, 2025
বাড়িরাজ্যগোটা গ্রামে আন্ত্রিকের থাবা, হাসপাতালমুখী হচ্ছে রোগীরা

গোটা গ্রামে আন্ত্রিকের থাবা, হাসপাতালমুখী হচ্ছে রোগীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : কল্যানপুর ব্লকের দূর্গাপুর পঞ্চায়েতের শান্তিনগর আশ্রমঠিলা গ্রামে আন্ত্রিকের থাবা। বহু পরিবারের লোকজন অসুস্থ হয়ে কল্যানপুর হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামবাসী সূত্রে জানা গেছে আশ্রমটিলা এলাকায় বত্রিশটি পরিবারের বসবাস। প্রায় সব পরিবারেই অসুস্থতার খবর মিলেছে। শনিবার রাত থেকেই শিশু, বৃদ্ধ, নারী পুরুষেরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। একসাথে একাধিক পরিবারের লোকজনের অসুস্থ হওয়ার খবরে গোটা এলাকায় অস্থিরতা দেখা দিয়েছে।

কল্যানপুর হাসপাতালের চিকিৎসক সুবেন্দু পাল জানায়, গ্রামের মানুষদের মধ্যে খাদ্য বিষক্রিয়া থেকেই এই ধরনের অসুস্থতা ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই গ্রামবাসীদের অসুস্থতার খবর পেয়ে কল্যানপুর হাসপাতালে ছুটে আসেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি বলেন অজ্ঞাত কোন কারনে শান্তিনগর আশ্রমঠিলা গ্রামে মানুষের মধ্যে আন্ত্রিক দেখা দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় অসুস্থদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। কেন আচমকা এমনটা হলো তা সংশ্লিষ্ট আধিকারিকরা খতিয়ে দেখছে। তবে চিকিৎসাধীন সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে চিকিৎসক জানান শনিবার রাত বারোটা থেকে ১৫ থেকে ২০ জন রোগী হাসপাতালে এসেছে। তাদের সকলের জ্বর এবং পেটের সমস্যা। ধারণা করা হচ্ছে জলের সংক্রমণ থেকে এই ঘটনা সংঘটিত হতে পারে। ইতিমধ্যে এলাকায় একটি স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। তিনি বলেন, রোগীরা হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পর তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য