Monday, May 26, 2025
বাড়িরাজ্যবন্ধুত্ব ও সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী হাসিনাকে প্রসিদ্ধ কুইন আনারস উপহার পাঠালেন...

বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী হাসিনাকে প্রসিদ্ধ কুইন আনারস উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক সুবিদিত। বিশেষ করে সীমান্ত লাগোয়া ত্রিপুরা রাজ্যের সঙ্গে সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশের সম্পর্ক একেবারে আত্মীয়র মতোই। তাই এবছরও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরায় উৎপাদিত প্রসিদ্ধ ও সুস্বাদু কুইন আনারস উপহার হিসেবে পাঠালেন ভ্রাতৃসম মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। দুই দেশের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে রবিবার সকালে ১০০টি কার্টুন ভর্তি আনারস পাঠানো হলো হাসিনার উদ্দেশ্যে।

                           দীর্ঘ কয়েক যুগ ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে জড়িয়ে রয়েছে বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্বের মধুর সম্পর্ক। আর সীমান্ত লাগোয়া ভারতের রাজ্যগুলির সঙ্গেও বাংলাদেশের সৌভ্রাতৃত্বের বন্ধন বহুদিনের। সেই চলমান বন্ধুত্বের সম্পর্ক থেকেই রবিবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার সুপ্রসিদ্ধ কুইন প্রজাতির সুস্বাদু আনারস উপহার হিসেবে পাঠালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আগরতলা – আখাউড়া আন্তর্জাতিক সীমান্তে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজ্য সরকারের হর্টিকালচার দপ্তরের সহকারি অধিকর্তা ড. দীপক বৈদ্যের তত্ত্বাবধানে এই আনারস পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই সময় আন্তর্জাতিক সীমান্তে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের পদস্থ আধিকারিকগণ।

                        এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০টি কার্টুনে দেশ বিখ্যাত কুইন আনারস উপহার পাঠান মুখ্যমন্ত্রী ডাঃ সাহা।  জানা যায় প্রতিটি আনারসের ওজন গড়পড়তা ৭৫০ গ্রাম।  আনারস ভর্তি গাড়ি এদিনই আগরতলা আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাড়ি দেয়। উল্লেখ্য, কুইন আনারস তার চমৎকার স্বাদ এবং উচ্চ পুষ্টি গুণের জন্য প্রসিদ্ধ। কুইন আনারস ত্রিপুরা রাজ্যের একটি গর্ব এবং এটি জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!