Friday, April 25, 2025
বাড়িরাজ্যভোট বয়কট করবে স্মার্ট সিটি বাসী

ভোট বয়কট করবে স্মার্ট সিটি বাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুন : দীর্ঘ ২৫ বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ায় এবার ভোট বয়কটের করবে বলে জানান স্মার্ট সিটির জনগণ। অভিযোগ, দীর্ঘ ২৫ বছর ধরে খেজুর বাগান স্থিত চৌধুরী কমপ্লেক্সের রাস্তা সংস্কার করার জন্য দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। কিন্তু রাস্তা সংস্কার করে দেওয়া হয় না। বরং লক্ষ করা যায় ভোট আসলে ভোট পাখিরা ফুলঝুড়ি প্রতিশ্রুতি নিয়ে দরজায় দরজায় এসে হাজির হয়। আর ভোট মিটে যেতেই তারা আর এলাকায় দেখা পাওয়া যায় না।

বর্তমানে এলাকার কাউন্সিলরের কাছে বহুবার রাস্তাতে সংস্কার করে দেওয়ার দাবি জানানো হলেও তিনি কোন উদ্যোগ গ্রহণ করেননি। বর্তমান বর্ষার মরশুমে রাস্তাটি দিয়ে যাতায়াত করা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এ রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ইঞ্জিন যেতে পারে না। অত্যন্ত বেহাল এ রাস্তা দিয়ে চলাচল করা দিন দিন মানুষের কাছে অসাধ্যকর হয়ে পড়ছে। তাই এবার তারা সিদ্ধান্ত নিয়েছে ভোট বয়কট করার। শনিবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তারা জানান, সিপিআইএমের সময়ও রাস্তাটি সংস্কার হয়নি, তারপর বহু পরিশ্রম করে বিজেপি -কে প্রতিষ্ঠিত করলেও রাস্তা সংস্কার হচ্ছে না। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে যদি রাস্তাটি সংস্কার করা না হয় তাহলে তারা আগামী দিন পথ অবরোধ করবে এবং ভোট বয়কট করবে। কারণ তারা স্থানীয় ৪ নং ওয়ার্ডের কাউন্সিলরের কাছে শুধুমাত্র রাস্তাটি সংস্কার করার জন্য দাবি জানিয়েছিল। কিন্তু তিনি ভোটের জয়ী হয়ে এলাকায় আর দেখাই দেন নি মানুষকে। তাই মন স্থির করে নিয়েছে এবার আর ভোট দিতে যাবে না তারা। কারণ তাদের রাস্তাটি ভিআইপি রোড থেকে মাত্র এক থেকে দেড়শ মিটার দূরে।

স্মার্ট সিটির অলি গলিতে যদি এ ধরনের রাস্তা হয় তাহলে এর চেয়ে ভালো রাস্তা জঙ্গলের মধ্যে রয়েছে। তারা সরকারের দিকে আঙ্গুল তুলে বলে এটা কি উন্নয়ন? মুখ্যমন্ত্রী এবং আগরতলা পুর নিগমের মেয়রের উদ্দেশ্যে বলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ার এতদিন অতিক্রান্ত হয়ে গেল রাস্তাটির দিকে কেন নজর দিচ্ছেন না? আরো বলেন ভিআইপি রোডের পাশে এ ধরনের রাস্তা প্রদীপের নিচে অন্ধকার এর মতো। দৈনিক পাঁচ থেকে ছয় শতাধিক মানুষ রাস্তাটি দিয়ে যাতায়াত করে দুর্ভোগের অন্ত নেই। বিগত দিনে প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাসকে রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য দাবি করা হলেও তিনি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। তাই এবার আন্দোলনের পথে হাঁটতে শুরু করেছে আবাসনের জনগণ। এবং আগামী দিনে ভোট বয়কট করে মুখ্য জবাব দিতে প্রস্তুত হয়ে আছে বলে দেন জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য