স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : মানব পাচারের পাশাপাশি গাঁজা পাচারের করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার একটি বড় অংশের সাথে আসাম, বিহার, দিল্লি সহ বিভিন্ন রাজ্যের গাঁজা পাচারকারীরা যোগাযোগ রেখে চলেছে। প্রায়ই আগরতলা স্থিত বাধারঘাট রেলস্টেশন থেকে গাঁজা সমেত পাচারকারী আটক হচ্ছে। এবার পুলিশের জালে উঠে এলো আরো এক কুখ্যাত গাঁজা পাচারকারী।
অভিযুক্ত গাঁজা পাচারকারীর নাম রাহুল দে। পিতা তপন দে। বাড়ি খোয়াই থানাধীন তবলা বাড়ি এলাকায়। অভিযুক্ত রাহুলকে বুধবার বিকেলে আটক করে তার কাছ থেকে ৪১ কেজি শুকনো গাঁজা আটক করেছে আগরতলা সহকারী রেল পুলিশ। পুলিশ রিমান্ডের দাবি করে বৃহস্পতিবার অভিযুক্ত রাহুলকে আগরতলা আদালতে তোলা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত গাঁজা পাচারকারী রাহুল আগরতলা – শিলচর গামী ট্রেন দিয়ে গাঁজা পাচার করার চেষ্টা করেছিল। তাকে পুলিশ রিমান্ডে এনে বাকি অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে বলে পুলিশের অভিমত। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তের কাছ থেকে কি তথ্য সংগ্রহ করতে পারে এবং তার সাথে জড়িত বাকিদের জালে তুলতে সক্ষম হয় কিনা।